সংশ্লিষ্ট উকিল ছাড়া আদালতে আর কেউ নয়: ডিএমপি

ফাইল ছবি

সংশ্লিষ্ট উকিল ছাড়া আদালতে আর কেউ নয়: ডিএমপি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রায় ১০ বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এ মামলায় রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।  

বৃহস্পতিবার সকালে আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে তিনি এ নির্দেশনা দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, জিয়া অরফানেজ ট্রাস্প দুর্নীতি মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেওয়া হবে না।

রায় নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে নগরবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠরভাবে দমন করা হবে।

এক নজরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার:

১. রমনা থানায় ২০০৮ সালের ৩ জুলাই মামলা দায়ের করা হয়।

 
২. মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ।
৩. এজাহারে টাকা আত্মসাতের (ঘটনার) সময়কাল হিসেবে ১৩ নভেম্বর 
৪. ১৯৯৩ হতে ২৮ মার্চ ২০০৭ সালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  
৫. ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
৬. মামলার কার্যদিবস ২৬১ দিন ।
৭. খালেদা জিয়া হাজিরা দেন ৪৩ দিন।
৮. খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন আট দিন।
৯. সব মিলিয়ে বর্তমানে এ মামলার আসামির সংখ্যা ছয়জন।  
১০. এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন।
১১. গত ২৫ জানুয়ারি ২০১৮ রায়ের দিন ধার্য করেন বিশেষ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।
১২. রায়ের দিন ধার্য ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০১৮।

সম্পর্কিত খবর