রায় শুনতে আদালতের পথে খালেদা

সংগৃহীত ছবি

রায় শুনতে আদালতের পথে খালেদা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে গুলশানের বাসা থেকে পুরান ঢাকার বকশীবাজারে আদালতের পথে রওনা হয়েছেন এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তার সাদা রঙের এসইউভিতে চড়ে আদালতের পথে রওনা হন খালেদা জিয়া।

পুরান ঢাকার বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান এই রায় ঘোষণা করবেন। দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এই মামলায় দোষী সাব্যস্ত হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সার্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের পর খালেদা জিয়া হলেন বাংলাদেশের দ্বিতীয় সরকারপ্রধান, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলার রায় হতে যাচ্ছে। দুর্নীতির দায়ে এরশাদকে জেলও খাটতে হয়েছিল।  

খালেদা জিয়ার গাড়ির সামনে ও পেছনে পুলিশের তিনটি করে পেট্রোল কার। এছাড়া কয়েকটি মাইক্রোবাসে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

খালেদা জিয়া সকাল সাড়ে ১০টায় তার বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছিলেন। তবে তিনি বের হন ১১ টা ৪৪ মিনিটে।

সম্পর্কিত খবর