সমালোচনার মুখে ইন্টারনেট বন্ধের নির্দেশনা স্থগিত

ফাইল ছবি

সমালোচনার মুখে ইন্টারনেট বন্ধের নির্দেশনা স্থগিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সমালোচনার মুখে নির্দেশনা জারির একদিন পর ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।  

সোমবার সকালে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত সরকারি নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে।

অবশ্য নতুন এই নির্দেশনা কার্যকরের আগেই সকাল ৮টা থেকে আধা ঘণ্টার মত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে গ্রাহকদের।

এর আগে রোববার রাত ১০টা থেকে আধা ঘণ্টা দেশের সব ইন্টারনেট প্রোভাইডারের ব্যান্ডউইথ সেকেন্ড ২৫ কিলোবিটের মধ্যে সীমিত রাখা হয়। ওই গতিতে যোগাযোগ সম্ভব হয় না।

সম্পর্কিত খবর