কাপাসিয়া-শ্রীপুর সড়কে ধস, যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি

কাপাসিয়া-শ্রীপুর সড়কে ধস, যোগাযোগ বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দুই হাজার বর্গফুটের মতো ভূমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে। এতে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে এমন ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়নপুর বাজারের পূর্বপাশের সড়ক ও পাশের জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে। দেবে যাওয়া অংশে পাকা সড়ক, কলা বাগান ও অন্যান্য গাছ রয়েছে। দেবে যাওয়া অংশের দক্ষিণ পাশে বসত বাড়ি রয়েছে। এ ঘটনার পর থেকে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।