রাষ্ট্রপতির সিলেট সফর আজ

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির সিলেট সফর আজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন। দুপুর দিইটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপির) পক্ষ থেকেও জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী আজ দুপুর দুইটায় সিলেট পৌঁছার পর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা সাড়ে ৩টায় যোগ দেবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমবর্তনে। বিকেল পাঁচটায় বিমানযোগে আবার ঢাকায় ফিরবেন তিনি।

কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব জানান, সমাবর্তন অনুষ্ঠান সফলে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিকৃবির সমাবর্তন বক্তা থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে ১ হাজার ৩৬৫ জন গ্র্যাজুয়েট যোগ দেবেন বলে জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এসএমপি। রাষ্ট্রপতিকে চার স্তরের নিরাপত্তা দেয়া হচ্ছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মহানগরের ১৮টি পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এসএমপির পক্ষ থেকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সিলেট সফরকালে সমাবর্তনে উপস্থিতি ও বিভিন্ন স্থান পরিদর্শনকালে প্রয়োজন অনুযায়ী মহানগরের বিভিন্ন প্রবেশ মুখের রাস্তাঘাট ও যানবাহন নিয়ন্ত্রণ ও প্রয়োজনে সাময়িক বন্ধ রাখা হবে। এ ছাড়া জনসাধারণকে সন্দেহজনক ব্যাগ, থলে, পুটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোনো বস্তু পরিবহন না করতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

কোনো সন্দেহজনক ব্যক্তির আবাসিক এলাকা, মার্কেট বা আবাসিক হোটেলে অবস্থান বা চলাচল পরিলক্ষিত হলে এসএমপি পুলিশকে অবগত করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর