যেভাবে আটক হলেন দুই রোহিঙ্গা

সংগৃহীত ছবি

যেভাবে আটক হলেন দুই রোহিঙ্গা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়ার সময় তাদের আটক করা হয়। পাসপোর্ট করতে রাজিয়া বেগম ও মোস্তাক আহমেদ ‘ছদ্মনাম’ নাম ব্যবহার করেন তারা।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক নুরুল হুদা জানান, পাসপোর্টের আবেদন জমা দেয়ার সময় কথাবার্তা  সন্দেহজনক হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।  

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পুলিশ ব্যারাকের ইনচার্জ এএসআই মো. রাসেল মিয়া জানান, আটক রাজিয়া বেগম ও মোস্তাক আহমেদ চাচা-ভাতিজীর পরিচয়ে পাসপোর্ট করার জন্য আবেদনপত্রের ফরম পূরণ করে জমা দেন। আবেদনপত্রের জন্ম নিবন্ধন সনদে রাজিয়া বেগম, পিতা- আলী আকবর, গ্রাম-নুরপুর, ডাকঘর-সরারচর, উপজেলা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ উল্লেখ করেন। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর