মেলায় নঈম নিজামের দুই বই

মেলায় নঈম নিজামের দুই বই

মেলায় নঈম নিজামের দুই বই

নিজস্ব প্রতিবেদক

মহান একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে খ্যাতিমান সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজামের দুটি বই। এর মধ্যে অন্বেষা প্রকাশনা থেকে প্রকাশিত নঈম নিজামের প্রথম উপন্যাস ‘রংমহল’ সাড়া জাগিয়েছে পাঠকমহলে। রংমহলের মূল কাহিনী ওয়ান-ইলেভেনের সময়কার দেশের রাজনীতি, আত্মগোপনে থাকা রাজনৈতিক নেতাদের যাপিতজীবন, প্রেম ও মানবিক টানাপড়েন। রংমহল উপন্যাসটি ইতিমধ্যে পাঠকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

বইটির প্রথম সংস্করণ শেষ হওয়ার পথে। বইটি পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশন, প্যাভিলিয়ন ২২-এ।  

নঈম নিজামের আরেকটি বই ‘জেনারেল মইনকে বিদায় করেছিলেন প্রণব’ প্রকাশিত হয়েছে সূচীপত্র প্রকাশনী থেকে। বইটি নির্বাচিত কলাম সংকলন।

এখানে উঠে এসেছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সমাজ ও রাজনীতির নানা বিশ্লেষণ। প্রকাশকরা জানান, প্রতি বছরই মেলায় নঈম নিজামের বই বের হয়। তবে এবারকার দুটি বই-ই ব্যতিক্রম। পাঠকমহলে রীতিমতো ঝড় তুলেছে। ধারণা করা হচ্ছে, রংমহলের মতো ‘জেনারেল মইনকে বিদায় করেছিলেন প্রণব’ বইটিরও দ্বিতীয় সংস্করণ বের করতে হবে। বইটি পাওয়া যাচ্ছে সূচীপত্রের ৩৪৮, ৩৪৯ ও ৩৫০ নম্বর স্টলে। অজানা অনেক রাজনৈতিক তথ্য থাকবে এই বইতে।  

সম্পর্কিত খবর