ফোর-জি সুবিধা পাবেন না আইফোন গ্রাহকরা!

আইফোন

ফোর-জি সুবিধা পাবেন না আইফোন গ্রাহকরা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এ মাসেই দেশে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি। এ নিয়ে মানুষের মধ্যে দেখা যাচ্ছে তুমুল আগ্রহ। কীভাবে আপনার হ্যান্ডসেটে এই সেবা চালু করবেন গ্রাহকদের সেই পরামর্শ দিতে শুরু করেছে মোবাইল অপারেটগুলো। এই আনন্দের মধ্যেই দুঃসংবাদ আইফোন ব্যবহারকারীদের জন্য- শুরুতেই তারা ফোর-জি সুবিধা পাচ্ছেন না।

মুঠোফোন অপারেটর সূত্র জানায়, আইফোনে ফোর-জি সেবা আসতে কিছুটা সময় লাগবে। আর সেটা চার থেকে পাঁচ সপ্তাহ হতে পারে। মার্চের শেষের দিকে ফোর-জি সেবা পেতে পারেন আইফোন গ্রাহকেরা। বাংলাদেশের মোবাইল অপারেটরদের সঙ্গে কিছু কারিগরি বিষয় শেষ করতে এ সময় লাগবে অ্যাপলের।

ফলে অন্যান্য হ্যান্ডসেটের গ্রাহকরা যখন ফোর-জি সেবা উপভোগ করবেন, তখন আইফোনের মালিকদের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না। একটু অপেক্ষা তাদের করতেই হবে।

সম্পর্কিত খবর