জাতির পিতা থেকে শিক্ষা নিতে হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতির পিতা থেকে শিক্ষা নিতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চায়ের উৎপাদন বাড়ানোর পাশাপাশি, চা-জাত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে মালিকদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎপাদন বাড়ানোর পাশাপাশি চায়ের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকের স্বার্থ রক্ষায় মালিকদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি শ্রমিকদেরও বাগানের প্রতি যত্নশীল হতে হবে বললেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় আয়োজিত চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

দ্বিতীয়বারের মতো আয়োজিত চা প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮৫৪ সালের কথা। তখন ব্রিটিশ শাসন। সিলেটের মালনীছড়ায় চা চাষের মধ্য দিয়ে এ বঙ্গে চায়ের গোড়াপত্তন।

আর এখন ১৬৪ টি চা বাগানে উৎপাদিত হচ্ছে এই অর্থকরী ফসল। উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চলে ক্ষুদ্রায়তনে চলছে চায়ের চাষাবাদ। চা উৎপাদনে সম্পৃক্ত আছেন তিন লাখ শ্রমিক। তাদের হাত ধরেই, গেল বছর ৬০ হাজার হেক্টর জমিতে চা উৎপাদন হয়েছে ৭৯ মিলিয়ন কেজি। ২০২৫ সালের মধ্যে উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে চায় চা বোর্ড।  

অনুষ্ঠানে উন্নত জাতের খরা সহিষ্ণু চা ক্লোন বিটি২১ অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি, মতিঝিলে, চা বোর্ডের নিজস্ব জমিতে ৩০তলা বঙ্গবন্ধু চা ভবন নির্মাণের ভিত স্থাপন করেন তিনি।

চা উৎপাদন থেকে বিপণন প্রক্রিয়ায় অবদান রাখা ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে চা বোর্ড। সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের বক্তব্যে চা শিল্পের উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, চায়ের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। গুণগত মান বজায় রাখতে গবেষণার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।  

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে চা শিল্পকে উন্নত করার পদক্ষেপ জাতির পিতা নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় চা শ্রমিকদের ওপর অনেক অত্যাচার হয়েছিল। যুদ্ধের পর এখাত পুর্নগঠনেও তিনি ভুমিকা নিয়েছিলেন। ভুর্তুকী দিয়েছিলেন যাতে নতুন চা বাগান গড়ে উঠে। আমাদের জাতির পিতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি।

চা শিল্পের সঙ্গে জড়িত সকলকে দেশের কল্যাণের কথা ভেবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।
 

সম্পর্কিত খবর