ধুকছে বাংলাদেশ

ফাইল ছবি

ধুকছে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলঙ্কার দেয়া ২১১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমেে একের পর এক আউট হয়ে ধুকছে বাংলাদেশ। দলীয় ২২ রানে তৃতীয় উইকেটের পতন হয়েছে স্বাগতিকদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৫ রান।

প্রথমেই আকিলা ধনঞ্জয়ার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন সৌম্য সরকার।

চার বল খেলে শূন্য রান করেছেন তিনি।  লাহিরু মাদুশানকার বলে থিসারা পেরেরার হাতে ধরা পড়েছেন মুশফিকুর রহিম। তিন বল খেলে ছয় রান করেছেন তিনি। তৃতীয় ওভারেই কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন মোহাম্মদ মিথুন।
তিন বল খেলে পাঁচ রান করেন তিনি।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এটি সর্বোচ্চ সংগ্রহ। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার এটি পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। সিরিজে শ্রীলঙ্কা এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সুতরাং, সিরিজ হার এড়াতে হলে বাংলাদেশের আজ জয়ের কোনও বিকল্প নেই।

গত ম্যাচে ৫৩ রান করে লঙ্কান ওপেনার কুসল মেন্ডিস আজ ৪২ বল খেলে করেছেন ৭০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এছাড়া ৩৭ বল খেলে ৪২ রান করেন দানুশকা গুনাথিলাকা। ১৭ বল খেলে ৩১ রান করেন থিসারা পেরেরা। ১৩ বল খেলে ২৫ রান করেন উপুল থারাঙ্গা। ১১ বল খেলে ৩০ রান করেন দাসুন শানাকা। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ১টি, সৌম্য সরকার ১টি, মোস্তাফিজুর রহমান ১টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

এই রকম আরও টপিক