যে রেস্তোরাঁয় পুরুষ গ্রাহককে দিতে হয় বাড়তি বিল

যে রেস্তোরাঁয় পুরুষ গ্রাহককে দিতে হয় বাড়তি বিল

নিউজ ২৪ ডেস্ক

রেস্তোরাঁর নাম ‘হ্যান্ডসাম হার’। এখানে প্রবেশের পরই চোখে পড়বে ইটের ওপর দাঁড় করানো একটি কালো বোর্ড। তাতে লেখা কিছু নিয়ম-কানুন।

এতে লেখা হয়েছে, গ্রাহক নারী হলে আগে সেবা পাবেন।

আর পুরুষ হলে সেবা পাবেন পরে। শুধু তাই নয়, পুরুষ গ্রাহককে দিতে হবে নির্ধারিত দামের চেয়ে ১৮ শতাংশ বেশি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এ রেস্তোরাঁ চলতি মাসের শুরুতে চালু হয়েছে। রেস্তোরাঁর ব্যবস্থাপক বেলে নিয়েন বলেন, অস্ট্রেলিয়ায় নারীদের চেয়ে পুরুষরা প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি আয় করেন।

আয়ের এ ঘাটতি পূরণ করতেই পুরুষ গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ নেওয়া হচ্ছে। প্রতি মাসের মাত্র একটি সপ্তাহে এ নিয়ম চালু থাকে। এভাবে পাওয়া অর্থ নারীদের জন্য কাজ করে এমন দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

রেস্তোরাঁ মালিক অ্যালেক্স ও’ব্রায়েন ফেসবুক পোস্টে লিখেছেন, কোনো কোনো গ্রাহক ১৮ শতাংশের বেশি অর্থও দেন।  

হ্যান্ডসাম হার পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় মানুষ বেশি আসেন বলেও তিনি দাবি করেন তিনি। ওয়েবসাইট।

সম্পর্কিত খবর