৬৫৭৯ জনের জন্য ১ ডাক্তার!

সংগৃহীত ছবি

৬৫৭৯ জনের জন্য ১ ডাক্তার!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সোমবার জাতীয় সংসদে দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিরত একজন চিকিৎসকের বিপরীতে সেবা গ্রহণকারীর সংখ্যা ৬ হাজার ৫৭৯ জন। আর বিএমডিসির রেজিস্ট্রেশন অনুযায়ী দেশে ডাক্তার (সরকারি-বেসরকারি) ও জনসংখ্যার অনুপাত ১:১৮৪৭ জন।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগে ডাক্তারের মোট ২৪ হাজার ২৮টি পদের বিপরীতে কর্মরত আছেন ২২ হাজার ৩৭৪ জন। এ ছাড়া বর্তমানে সিম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিষ্টেম (এসভিআরএস) ২০১৫ সালের ১ জুলাই অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৫৮.১ মিলিয়ন।

অ্যাড. মো. জিয়াউল হক মৃধার অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ৫ হাজার নতুন ডাক্তার নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন। নিয়োগ শেষ হলে ডাক্তারের ঘাটতি পূরণ সম্ভব হবে।

সম্পর্কিত খবর