সব বয়সীদের ভিড়ে মুখরিত শহীদ মিনার

সংগৃহীত ছবি

সব বয়সীদের ভিড়ে মুখরিত শহীদ মিনার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হাজারও মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুলের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছেন। ছোট ছোট শিশুরাও পুষ্পস্তপক অর্পণ করেছে।

নোয়াখালীতেও এর ব্যতিক্রম হয়নি। কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. মাহবুবে আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিপিএম-সেবা, পিপিএ-সেবা, পৌর মেয়র সহিদ উল্লাহ খান সোহেল।  

এছাড়া নোয়াখালী প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ভোর সাড়ে ৬টা থেকে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

 

সম্পর্কিত খবর