সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

১৫ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের লাইনচ্যুত ১১টি বগি উদ্ধার করার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। শুক্রবার বিকেল চারটার দিকে বগিগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙে যায়। এতে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। রেল লাইন দুমরে-মুচড়ে কাঠের স্লিপারগুলো ভেঙে যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল জানান, ওই ট্র্রেনে থাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

প্রতিমন্ত্রীর বগি ও তার পরের দুটি বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়।  

তিনি জানান, লাইনচ্যুত ১১টি বগি উদ্ধার করার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সম্পর্কিত খবর