‘আন্দোলন ঘরে-অফিসে করুন, রাস্তায় কেন?’

ওবায়দুল কাদের।

‘আন্দোলন ঘরে-অফিসে করুন, রাস্তায় কেন?’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস প্রলম্বিত হবে কি না সেটি সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র আদালতের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন নির্বাচনের যোগ্যতা হারালে আওয়ামী লীগের কিছুই করার নেই।

কাদের উল্টো প্রশ্ন করেন, রাস্তা বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে কিসের শান্তিপূর্ণ আন্দোলন বিএনপির?

রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, দেশে বিচার ব্যবস্থা স্বাধীন।

অপরাধ করে পার পায় না সরকারি দলের নেতাকর্মীরাও।  

তিনি বলেন, আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে ঘরে করুন, অফিসে করুন, রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?  শান্তির্পূণ আন্দোলনের নামে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।

আওয়ামী লীগের উপদেষ্টা পরষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরও বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর