বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা, মার্কিন দূতাবাসের উদ্বেগ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা, মার্কিন দূতাবাসের উদ্বেগ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বিষয়টিকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছে তারা।

গতকাল এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট এ সম্পর্কে একই রকম কথা বলেছিলেন।

মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির ঘটনায় এক প্রশ্নের জবাবে হিদার নোয়ার্ট বলেন, ‘আমি আপনাদের এটা বলতে পারবো যে, আমরা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমি নিশ্চিতভাবেই বুঝতে পারছি কেন এটা বাংলাদেশ সরকারের জন্য উদ্বেগজনক। ’

উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এখনো অবস্থান করছে। তমব্রু সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে।

এ অবস্থায় বিকেলে বিজিপির সঙ্গে পতাকা বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের ওপারে দেড়শ গজের মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির  প্রতিবাদে গতকাল বিকেলে ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

সম্পর্কিত খবর