সীমান্তে আরও সেনা বাড়িয়েছে মিয়ানমার

সীমান্তে আরও সেনা বাড়িয়েছে মিয়ানমার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে মিয়ানমার। কাঁটাতারের বেড়ার ওপারে আজ সকাল থেকেই সেনা-বিজিপি সদস্যদের টহল দিতে দেখা গেছে। সেখানে নতুন করে তিন পিকআপভ্যান সেনা যুক্ত হয়েছে। এতে তুমব্রু সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

গতরাতে মদের খালি বোতল ছুড়ে মারে বিজিপি সদস্যরা। তাই সীমান্তের বিভিন্ন পয়েন্টে নতুন করে জনবলশক্তি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)। এমন পরিস্থিতিতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শূন্যরেখায় আশ্রয় নেয়া প্রায় ছয় হাজার রোহিঙ্গা। রাতে মিয়ানমারের সেনা-বিজিপি কয়েক দফায় মাইকিং করেছে নোম্যান্সল্যান্ডের কোনাপাড়া আশ্রয় ক্যাম্প ছেড়ে চলে যেতে।

বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, তারা নিরাপত্তার স্বার্থে সীমান্তের ওপারে সেনা সংখ্যা বাড়িয়েছে। তবে সীমান্তে টহল রুটিন প্রশিক্ষণের একটি অংশ বলে দাবি করেছে মিয়ানমার।

তবে দেশের সুরক্ষায় সার্বিক পরিস্থিতি মোকাবেলা এবং পর্যবেক্ষণের জন্য বিজিবির জনবল বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর