জঙ্গিবাদ মৌলবাদীদের টার্গেটে ছিলেন জাফর ইকবাল: গণজাগরণ মঞ্চ

ড. মুহম্মদ জাফর ইকাবালের ওপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল [ছবি: সংগৃহীত]

জঙ্গিবাদ মৌলবাদীদের টার্গেটে ছিলেন জাফর ইকবাল: গণজাগরণ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‌‘ড. মুহম্মদ জাফর ইকবালকে অনেক আগে থেকেই জঙ্গিবাদ মৌলবাদীদের  টার্গেটে ছিলেন। সরকারের হেয়ালীপনার কারণে প্রশাসনের কঠোর বেষ্টনীকে পাশ কাটিয়ে প্রগতিশীল লেখককে হত্যার চেষ্টা করা হয়েছে। সরকার তার ওপর হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। ’

আজ সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাফর ইকাবালের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

মশাল মিছিলটি শাহবাগ থেকে কাটাবন গিয়ে গিয়ে পুনরায় শাহবাগ এসে শেষ হয়। এতে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

ইমরান বলেন, ‘জাফর ইকবালের ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশের প্রগতিশীল মানুষরা নিরাপদ নয়। আমরা কেউই নিরাপদ নই।

তিনি আরও বলেন, ২০১৫ সালে অভিজিতের ওপর যখন হামলা হয়, তখনই আমরা বলেছিলাম জঙ্গিদের মদদ দেয়া হলে যে কারোর ওপর হামলা হবে। আজকের এই হামলা তারই পরিণাম। ’

ইমরান যোগ করেন, ‘বিভিন্ন সময় যখন হামলা হয় তখন আমরা দেখেছি কিভাবে সেগুলোকে ধামাচাপা দেয়া হয়েছে, কিভাবে বিচারহীনতার সংষ্কৃতিকে লালন করা হয়েছে। ’ এ সময় তিনি আগামীকাল বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

উল্লেখ্য, আজ বিকেলে জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়।  

সম্পর্কিত খবর