‘অভিনব’ এক বিয়ের কাহিনী

নব দম্পতি ও গুরুদেব।

‘অভিনব’ এক বিয়ের কাহিনী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের এক চলন্ত ট্রেনে আচমকা বিবাহবন্ধনে জড়ালেন দুই যুবক-যুবতী। ট্রেনেই সফররত এক ডাকসাইটে ধর্মগুরুর পরামর্শেই তারা সিদ্ধান্ত নিলেন, বিয়ে করবেন এখনই।

যেই সিদ্ধান্ত সেই কাজ, হুড়োহুড়ি করে জোগাড় হল মালা, সিঁদুর। জুটে গেল বাহারি শাড়ি সহ বিয়ের সাজও।

এসময় উৎসাহী হয়ে পড়লেন রেলের কর্মীরাও। সাজপর্ব মেটাতে ছেড়ে দিলেন এসি কোচ।

অবশেষে মালাবদল আর সিঁদুরদান। কনেচন্দনে সেজে শ্বশুরবাড়ি চললেন নববধূ।

বিয়ের লাইভ শো উপভোগ করলেন যাত্রীরা। জীবনের নতুন পথে নবদম্পতিকে ছুটিয়ে নিয়ে গেল ভারতীয় রেল।

রেল সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। গোরক্ষপুর-বারাণসী-লখনউ রুটের একটি ট্রেনে চড়েন উত্তরপ্রদেশ সরকারের ফার্মাসিস্ট সচিন সিং। একই ট্রেনে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কালেক্টর অফিসার জ্যোৎস্না প্যাটেল। জ্যোৎস্না সচিনের শুধু পূর্ব পরিচিতই নয়, দুই পরিবারের সম্মতি নিয়ে তারা আগামী এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলেও ঠিক ছিল।

তাহলে ট্রেনেই বিবাহের আসর বসল কেন? রেলের এক কর্তার কথায়, ওই ট্রেনেই সফর করছিলেন এক আধ্যাত্মিক গুরুদেব। যে কোচে সচিন-জ্যোৎস্না সফর করছিলেন, সেখানে একসময় গুরুদেব যান। কথা বলতে শুরু করেন যাত্রীদের সঙ্গে।  

তিনি জানতে পারেন, সচিন-জ্যোৎস্না এপ্রিলে বিয়ে করবেন। তা জানার পর ওই পাত্র-পাত্রীকে ট্রেনেই বিবাহপর্ব মিটিয়ে ফেলতে বলেন।

 সচিন-জ্যোৎস্নাও ঠিক করে ফেলেন চলন্ত ট্রেনেই তারা বিয়ে করবেন।

আচমকা সিদ্ধান্তের পরই শুরু হয়ে গেল বিয়ের কাজ। কিন্তু বিয়ের পোশাক কোথায়? এর সমাধান বের করলেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। কনের জন্য একজন দিলেন শাড়ি। যাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পাত্রের দিকেও। তাদের তৈরি হওয়ার জন্য ট্রেনে থাকা রেলকর্মীরা এসি ফার্স্ট ক্লাস কোচ ব্যবহারের অনুমোদন দিয়ে দেন।

বিবাহ অনুষ্ঠানের বাকি আয়োজনও হয়ে যায়। তাদের বিবাহ সম্পন্ন করেন ওই গুরুদেব। বিয়ের পর অন্যদের সঙ্গে তিনি আশীর্বাদও করেন নব দম্পতিকে। সব মিটে যাওয়ার পর গুরুদেবসহ যাত্রীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নব দম্পতি।

ছুটন্ত ট্রেনে বিয়ের আসরের কাহিনী মিলিয়ে যায়নি প্ল্যাটফর্মেই। বিয়ের সাক্ষী থাকা যাত্রীরা অনেকেই মোবাইলে তুলেছিলেন বিয়ের লাইভ ভিডিও-ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ‘হঠাৎ বিয়ে’র রোশনাই।  

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর