রুয়েটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৬

রুয়েটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৬

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছয় ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রুয়েটের হামিদ হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ হাসান মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাফি, প্রচার সম্পাদক মাহাথির, ক্রীড়া সম্পাদক রবিন, ছাত্রলীগকর্মী ইমরান ও রাহাত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে রুয়েটের হামিদ হলে আসে রুয়েট ছাত্রলীগের সভাপতির অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা। খবর পেয়ে সাধারণ সম্পাদক পক্ষের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। হলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এতে কয়েকজন আহত হন।

রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় বলেন, ভুল বোঝাবুঝির থেকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

 তবে সাধারণ সম্পাদক ও রুয়েট প্রশাসনের কর্মকর্তাদেরর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।