স্পেনে ফের হামলা, পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত

স্পেনে ফের হামলা, পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত

নিউজ ২৪ ডেস্ক

পর্যটন নগরীখ্যাত স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় এলাকা লাস রামব্লাসে 'সন্ত্রাসী হামলার' ২৪ ঘন্টা পার না হতেই দ্বিতীয় দফায় দেশটিতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কাতালানিয়ার উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র কামব্রিলস এলাকায় লোকজনের ভীড়ে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় এক পুলিশ সদস্যসহ সাত বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া পুলিশ গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

  

এ ব্যাপারে স্পেনের সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, হামলাকারীদের কাছে সম্ভবত আত্মঘাতী বেল্ট ছিল। তারা পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে কাতালানিয়ার পুলিশ টু্ইটারবার্তায় জানিয়েছে, 'কামব্রিলসে নিহত সন্ত্রাসীদের সঙ্গে বার্সেলোনা ও আলাসানার ঘটনার যোগসূত্র রয়েছে-সে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি। '

প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে রামব্লাস পর্যটক এলাকায় ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।

এতে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

সম্পর্কিত খবর