ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

অনলাইন ডেস্ক

ভারতের হায়দ্রাবাদ শহরে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে দুই মাসের একটি শিশুসহ ৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলস এ ঘটনা ঘটে।

ভারতীয়  সংবাদমাধ্যম এএনআই জানায়, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে অনেকে। মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির তোড়ে ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে দেয়ালটি।

খবরে বলা হয়, গত তিন দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের নিচু এলাকায় পানি জমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।


আরও পড়ুন: সর্বাত্মক চেষ্টা করেও জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন পেল না সৌদি


হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি টুইট করে জানিয়েছেন, ‘বান্দলাগুড়ার মোহাম্মদীয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ জন আহত হয়েছেন। ’

‘ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিয়েছি। এখন তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি। ’

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে উড়িষ্যায়ও। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

হায়দরাবাদের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে, এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

news24bd.tv নাজিম