সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি 

বরিশালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র ক্যামেরাপার্সন সুমন হাসান ও সাংবাদিক অপূর্ব অপুর ওপর ডিবি পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

আজ  বিকেলে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক ফরিদুল করিম তরফদার, শফিকুল ইসলাম, আসাদুর রহমান জয়, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, হারুন-অর-রশিদ চৌধুরী ছাড়াও জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা ও সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বক্তব্য রাখেন।

 

বক্তারা ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যুগের পর যুগ সাংবাদিকদের ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু এর পরিণাম কখনও ভাল হয়নি। তাই এই নির্যাতনের ঘটনাকে শুধুমাত্র ক্লোজড বা কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওই ডিবি পুলিশদের যথাযথ আইনি প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দি উপস্থিত ছিলেন।

বাবুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর