রাঙামাটিতে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা

শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা।

রাঙামাটিতে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা

রাঙামাটি প্রতিনিধি

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, দৈনিক গিরিদর্পন সম্পাদক হাজী এ কে এম মকছুদ আহমেদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন।

‘‌মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোলো’ এ স্লোগান সামনে রেখে রাঙামাটির বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি মো. মনসুর আহমেদের উদ্যোগে আয়োজিত তিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে -শিশু চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ১৭ মার্চ সকাল সাতটায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ ও আনন্দ র‌্যালি।

এছাড়া একই দিন রাঙামটি জেলা প্রশাসনের উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় রাঙামটি কলেজ গেইট হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পর্যন্ত আনন্দ র‌্যালি, বিকেল চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্য এলাকায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর