রাষ্ট্রীয় মর্যাদায় সৈনিক জামালকে চিরবিদায়

শহীদ সেনা সদস্য জামালের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

রাষ্ট্রীয় মর্যাদায় সৈনিক জামালকে চিরবিদায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে শহীদ হন সৈনিক মো. জামাল। আজ শুক্রবার নিহতের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

দুপুরে সেনাবাহিনীর একটি দল শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার বাড়িতে জামালের মরদেহ পৌঁছে দেয়। জামালের বাবা মেসের আলী মরদেহ গ্রহণ করেন।

এ সময় জামালের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। বিকেল ৩ টায় জানাজার নামাজের পর  রাষ্ট্রীয় মর্যাদায় ধূমিহায়াতপুর-ঘাসিয়াপাড়া গোরস্থানে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।  

এসএসসি পাসের পর ২০০৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন জামাল।

যশোরে কর্মরত অবস্থায় গেল বছরের মে মাসে মালিতে শান্তি মিশনে যান তিনি। তিন ভাই-বোনের মধ্যে জামাল ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক সন্তান, নিকটাত্মীয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


রফিকুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর