ইরফান সেলিম-জাহিদের রিমান্ড শুনানি আজ

ইরফান সেলিম-জাহিদের রিমান্ড শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড শুনানি আজ।

রোববার (৮ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিমের দু'টি পৃথক আদালতে তাদের এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।  

এদিন তাদের আদালতে হাজির করে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯শে অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন, দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষীকে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।


আরও পড়ুন: চট্টগ্রামে আজ দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট


গত ২৮শে অক্টোবর অস্ত্র মামলার এজাহার আদালতে পৌঁছালে, ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করেন।  

পরে ১৭ই নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন বিচারক। একইসঙ্গে ইরফান ও জাহিদের বিরুদ্ধে করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের এজাহার গ্রহণ করে, ৩ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

news24bd.tv নাজিম