প্রিথুলাকে আগারগাঁও কবরস্থানে দাফন করা হবে

প্রিথুলা রশিদ [ছবি: ফেসবুক]

প্রিথুলাকে আগারগাঁও কবরস্থানে দাফন করা হবে

নিজস্ব প্রতিবেদক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট প্রিথুলা রশিদকে আগারগাঁও কবরস্থানে দাফন করা হবে। পরিবারের সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রিথুলার মামা তৈফিকুর রহমান সুমন।

তৈফিকুর রহমান বলেন, ‘ইতোমধ্যে প্রিথুলার লাশ শনাক্ত করা হয়েছে। দু’একদিনের মধ্যেই লাশ দেশে আসতে পারে।

গত মঙ্গলবার তার নানা রিয়াজ হায়দার নেপালে গেছেন। তিনি প্রিথুলার মরদেহ সঙ্গে নিয়ে দেশে আসবেন। ’

তিনি বলেন, ‘প্রিথুলাকে দাফনের বিষয়ে পরিবারের মধ্যে আলোচনা হয়েছে। আগারগাঁও কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরিবারের সবাই লাশের অপেক্ষায় রয়েছে। ’

এদিকে,  প্রিথুলার নিহত হওয়ার খবর পেয়ে গত ছয়দিন ধরে নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়েছেন তার মা রাফেজা বেগম। দিন-রাত তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বিলাপ করে চলছেন।

তার সঙ্গে কেউ দেখা করতে গেলেই বলছেন ‘আমার মেয়েকে নিয়ে আসেন। আমি মেয়েকে শেষ বারের মতো দেখতে চাই’। মেয়েকে না দেখা পর্যন্ত কিছুই খাবেন না বলে বিলাপ করে চলছেন তিনি। বাবা আনিসুর রহমান ও আত্মীয়-স্বজনরা তাকে নানাভাবে সান্ত্বনা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে ১০ নেপালি নাগরিকের প্রাণ বাঁচানোয় ‘ডটার অব বাংলাদেশ’ খেতাবে ভূষিত করা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারি পাইলট প্রিথুলা রশিদকে।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর