কাউন্সিল ঘিরে হেফাজতে বাড়ছে অস্থিরতা

কাউন্সিল ঘিরে হেফাজতে বাড়ছে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলামের কাউন্সিল। আর এই কাউন্সিলকে কেন্দ্র করে অস্থিরতা বাড়ছে হেফাজতে।  

মাওলানা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়ে ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে হেফাজতের একাংশ।


 আরও পড়ুন: শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী


অভিযোগ, নিয়মের বাইরে গিয়ে কাউন্সিল ডেকে হেফাজতে ইসলামকে দখল করতে চায় একটি মহল।

অন্যদিকে কাউন্সিল আহবানকারীবর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলছেন, সব আয়োজন নিয়ম মেনেই হয়েছে। কয়েকজন নায়েবে আমীরকে আমন্ত্রণ না জানানোর ইস্যু তুলে পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছেন তারা।

news24bd.tv নাজিম