ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অগ্নিকাণ্ড

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

সোমবার বিকেলের দিকে আগুন লাগে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে।


আরও পড়ুন: লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি (ভিডিও)


প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি জানান, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় বিচারক মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন।

পৌনে ৫টার দিকে বিকট শব্দ হয়ে পুরো এজলাস কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

যে স্থানটিতে আগুন লেগেছে সেখানে মহানগর দায়রা জজ আদালতের নিষ্পত্তি মামলার নথি রাখা হয়।

জানা গেছে, আগুন লাগার পর পরই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিভিন্ন মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হয়।

news24bd.tv নাজিম