ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ চালু

ফাইল ছবি

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ চালু

নিউজ ২৪ ডেস্ক

প্রায় ৪০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ চালু হয়েছে। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে টাঙ্গাইলের পৌলী নদীর উপর রেল সেতুর ধসে যাওয়া ৩০ ফুট অংশ মেরামতের কাজ শেষে এ ট্রেন যোগাযোগ চালু হয়।

এদিকে সেতু মেরামত শেষ হওয়ার খবর পেয়ে ঢাকার কমলাপুর স্টেশনে রাজশাহীর সিল্ক সিটি এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে সকালে কয়েকটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

সেগুলো পর্যায়ক্রমে ওই সেতু অতিক্রম করবে।

বন্যার পানির তীব্র স্রোতে রেলসেতুর দক্ষিণ অংশের অ্যাপ্রোচ রোডের ৩০ ফুটের মতো জায়গা থেকে মাটি সরে গেলে রবিবার সকাল থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত খবর