শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় বোমাটি পাওয়া যায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে।

এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা।  


আরও পড়ুন:

নাখোশ হয়ে সুপারস্টার বিজয়কে ছবি থেকে বাদ দিলেন আমির খান

করোনার দিনে প্রতিরোধের দেওয়াল তৈরি করুন শরীরে

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দিল স্বামী!


পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি দুপুরের দিকে নিষ্ক্রীয় করে। আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

news24bd.tv নাজিম