পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের দাবিতে মানববন্ধন

পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের অস্তানা ভেঙ্গে দিতে যৌথবাহিনীর চিরুনী অভিযানের দাবিতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে স্থানীয়দের উদ্যোগে রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় এলাকাবাসী মো. সামশুল আলম, মো. রেজাউল আলম, শফিকুল ইসলাম, এমদাদুল হক মিলন, শফিকুল ইসলাম শফিক, শফিকুল ইসলাম মিঠু।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ পার্বত্যাঞ্চলের নিরীহ মানুষ।

প্রতিনিয়ত তারা চাঁদাবাজী করে নিরীহ মানুষকে হয়রানি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অপহরণ ও অস্ত্রের ভয় দেখায়। পার্বত্যাঞ্চল থেকে দ্রুত অবৈধ অস্ত্রধারীদের আস্তানা ভেঙ্গে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী এলাকা পাথরবন পাড়ার চার দিনমজুর শ্রমিক চন্দ্রঘোনা থানাধীন নারাছড়া নারানগিরি বড় পাড়া এলাকায় দিনমজুর কাজে গেলে সেখানে অজ্ঞাত উপজাতি সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর