‘ভারতীয় পুরুষরা কাপুরুষ’

‘ভারতীয় পুরুষরা কাপুরুষ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ট্রোলের শিকার নারীরা প্রকাশ্যে জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে। এ সুযোগ করে দিচ্ছে টেলি শো ‌‘ট্রোল পুলিশ’।  

‘ট্রোল পুলিশ’-শোতে গিয়ে ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্চালক তথা অভিনেত্রী মন্দিরা বেদী।

তিনি বলেন, অধিকারের বাইরে পুরুষরা আমার বিচার করেছে এমন ঘটনা বহুবার ঘটেছে।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই সামনা-সামনিই এ ধরণের ঘটনা ঘটেছে। আমিও তাঁদেরকে পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পেয়েছি। তবে এখন সোশ্যাল মিডিয়ার কারণে দিন বদলেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেন।
তাঁরা যে ধরণের ভাষা প্রয়োগ করেন সেটাকে আমার হেনস্থা বলেই মনে হয়। আসলে আমার মনে হয় ‘ভারতীয় পুরুষরা আসলে কাপুরুষ’।

মন্দিরা বেদীর কথায়, এ ধরণের বেশিরভাগ ক্ষেত্রেই আমি তাঁদের পাল্টা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। শিক্ষার অভাবেই তাঁরা এ ধরণের ঘটনা ঘটান। বিশেষ করে যে সব পুরুষ মহিলাদের চার দেওয়ালে বন্ধ করে রাখার পক্ষপাতি, তাঁরাই এই মন্তব্য করেন।

‘ট্রোল পুলিশ’ শোয়ের সঞ্চালক রণবিজয় সিং ‘রোডিস’ নিয়ে ব্যস্ত থাকায় তিনি সময় দিতে পারছেন না। তার জায়গায় সঞ্চালনা করছেন অভিনেত্রী জারিন খান।

প্রসঙ্গত, জারিনও কিছুদিন আগে এই শোতে অতিথি হয়ে এসে এক ট্রোলারকে কষিয়ে থাপ্পড় মারার হুমকি দেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর