বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির চরম অবনতি, একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির চরম অবনতি, একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ মহামারীতে মৃতের সংখ্যা সাড়ে ১৬ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত সাড়ে ৭ কোটি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ লাখ ৫৫ হাজার জন মারা গেছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৫ কোটি ২৩ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১৩ হাজার ৪৪৬ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৪ হাজার ৯০৮ জন।


আরও পড়ুন: 

বড়দিনে মাস্ক পরার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

'আহম্মদ শফির অস্বাভাবিকভাবে মৃত্যু', বিচার বিভাগীয় তদন্তের দাবি

উৎসব উদযাপন ছাড়াই কানাডায় টিকা দেওয়া শুরু


বুধবার শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৪৮৬ মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ হাজার মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৮৪ হাজারের মতো। দৈনিক প্রাণহানি ৬শ’ থেকে সাড়ে ৭শ’ ছিল জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও রাশিয়ায়।

এদিন রেকর্ড আড়াইশ’ মৃত্যু দেখেছে তুরস্ক। দৈনিক মৃত্যু কিছুটা কমেছে ভারত, ফ্রান্স ও ইরানে। যদিও করোনায় মৃত্যুতে তৃতীয় শীর্ষ দেশ ভারতে, এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের মতো মানুষ মারা গেছেন। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৬ হাজারের মতো।

news24bd.tv নাজিম