রাঙামাটিতে স্বাধীনতা দিবসের কর্মসূচি

রাঙামাটিতে স্বাধীনতা দিবসের আয়োজন [ফাইল ছবি]

রাঙামাটিতে স্বাধীনতা দিবসের কর্মসূচি

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি

মহান স্বাধীনতা দিবস উদযাপনে রাঙামাটি জেলা সদরসহ উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে রাঙামাটির শহীদ শুক্কুর স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে।  

প্রথম প্রহর হতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ৮টায় রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ১১টায় জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

দুপুরে শহরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল, জেলখানা, অনাথাশ্রম, শিশু পরিবার জাতীয় প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৩টায় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

মুমু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর