‌‘বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডকে না বলুন’

প্রতীকী ছবি

‌‘বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডকে না বলুন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্লীলতাহানি রুখতে মেয়েরা যেন বয়ফ্রেন্ড না রাখে এ পরামর্শ দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের বিজেপি বিধায়ক। গুনা এক সরকারি কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি বিধায়ক পান্নালাল শাকিয়া এ পরামর্শ  দেন।

তিনি বলেন, ছেলেরাও গার্লফ্রেন্ড রাখবেন না। মেয়েরা বয়ফ্রেন্ড রাখবেন না।

তাহলেই শ্লীলতাহানির ঘটনা কমে যাবে।

অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বিতরণ করেন মধ্য প্রদেশের বিজেপি বিধায়ক। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পরেন তিনি। তাকে প্রশ্ন করা হয়, রাজ্যে বেড়ে যাওয়া শ্লীলতাহানি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নিয়েছে সরকার।

শাকিয়া প্রশ্নের উত্তরে বলেন, যদি মেয়েরা শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে চান তাহলে বয়ফ্রেন্ড রাখা বন্ধ করুন। ছেলেদেরও গার্লফ্রেন্ড রাখা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, যে মোবাইল ফোনগুলো বিলি করা হয়েছে সেগুলো যাতে অপব্যবহার করা না হয়। এজন্য ছাত্রীদের সতর্ক করেন তিনি।

ভারতে নারী দিবস উদযাপনেরও বিরোধিতা করের শাইকিয়া।

তিনি বলেন, আমরা দেশে চারবার নারী দিবস উদযাপন করি। অর্থাৎ নবরাত্রি উদ্‌যাপন করি। সেখানে আলাদা করে নারী দিবস উদযাপনের কোনও অর্থই হয় না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


 

সম্পর্কিত খবর