সুনামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সুনামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো.বুরহান উদ্দিন • সুনামগঞ্জ প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।  

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো.বরকত উল্লা খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও সাবেক সংসদ সদস্য কমিল উদ্দিন আহমেদ মিলন, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান তারিখ হাসান দাউদ প্রমুখ। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠন, সামজিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পার্ঘ অর্পণ করে।

 

পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দিবসটি উপলক্ষে প্রতিটি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

বুরহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর