খুলনায় স্বাধীনতা দিবস উদযাপিত

খুলনায় স্বাধীনতা দিবস উদযাপিত

সামছুজ্জামান শাহীন • খুলনা

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যথাযোগ্য মর্যাদায় খুলনায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালনে খুলনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করেছে।  

২৬ মার্চের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভোরে খুলনা বয়রাস্থ পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধোদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

news24bd.tv

সকাল ৮টায় খুলনা জিলা স্কুল মাঠে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইডের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়।  

এছাড়া নগরীর সিনেমা হলসমূহ ও দৌলতপুর শহীদ মিনারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।  

শাহীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর