মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

ইসমত আরা ইসু • কক্সবাজার প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কক্সবাজারের মাতারবাড়িতে বাস্তবায়নাধীন তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছে।

আজ বুধবার ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ১২০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখেন।  

news24bd.tv

কমিটির সভাপতি মো: তাজুল ইসলাম এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে মো: আবু জাহির এমপি এবং  বেগম নাসিমা ফেরদৌসী এমপি উপস্থিত ছিলেন।  

পরে প্রকল্প কর্মকর্তাদের সাথে এক মতবিনিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্যরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

এর আগে মহেশখালীতে বাস্তবায়নাধীন ভাসমান এলএনজি টার্মিনাল পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।  

ইসু/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর