গাজীপুর ও খুলনা সিটিতে ভোট ১৫ মে

নির্বাচন কমিশনের লোগো

তফসিল ঘোষণা

গাজীপুর ও খুলনা সিটিতে ভোট ১৫ মে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনযায়ী দুই সিটিতে ভোগগ্রহণ হবে আগামী ১৫ মে।  

মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। এছাড়া ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আজ শনিবার এ দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।  

ঢাকা সিটির নির্বাচন স্থগিত হলেও গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন করতে কোন আইনি বাঁধা নেই বলে এদিন জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে।

সম্পর্কিত খবর