বিএনপির কাজ ধ্বংস, আ.লীগের উন্নয়ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির কাজ ধ্বংস, আ.লীগের উন্নয়ন: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে ধ্বংস করে আর আওয়ামী লীগের উন্নয়ন করে, কল-কারখানা গড়ে তোলে।

তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিলে গ্রাম পর্যায় থেকে উন্নয়ন হবে। বর্তমান সরকারের লক্ষ্য দেশের দারিদ্র্য বিমোচন করা। বিএনপি-জামায়াতের রাজনীতি জ্বালাও পোড়াওয়ের রাজনীতি।

বিএনপির কাজ লুটে খাওয়া।

রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদশের একটি মানুষও ঘর-বাড়ি ছাড়া থাকবে। কুড়ে ঘরে কেউ বাস করবে না।

যাদের ঘর নাই আমরা তাদের ঘর করে দিচ্ছি। যাদের জমি নাই তাদের জমি দিচ্ছি।

কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করেছি, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব করেছি। আমাদের ছেলে-মেয়েরা যেন ডিজিডাল বাংলাদেশ গড়ে তুলেছে। এখন তারা নিজের ঘরে বসে কাজ পাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের হাতে হাতে মোবাইল দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার পর আমরা মোবাইল সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়েছি। ইন্টারনেটের ব্যবস্থা করেছি। এখন স্যাটেলাইট উৎক্ষেপণ করছি।

মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনা। বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছি আমরা। তাদের সন্তান, নাতি-পুতিরা যাতে চাকরি পায় সেজন্য কোটার প্রবর্তন করেছি। ভাতা দিচ্ছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর