সন্ধ্যায় ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা [ফাইল ছবি]

সন্ধ্যায় ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিং খাতে সঙ্কট নিরসনে এবার বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন।

ব্যাংকগুলোর তারল্য সঙ্কট, ঊর্ধ্বমূখী সুদহার নিয়ন্ত্রণ ও শেয়ার বাজারের বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে গেল ৩০ মার্চ রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন ব্যাংক মালিকরা।

পরে রোববার (১ এপ্রিল) অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গেও বৈঠক করেন তারা।

ব্যাংক মালিকদের দাবি, ব্যাংক খাতে চরম আর্থিক সঙ্কট শুরু হয়েছে। তারল্য সঙ্কটের কারণে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ অবস্থায় সঙ্কট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক মালিকদের ডেকেছেন।

জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) কমানোসহ শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। শেয়ারবাজারে অস্থিরতা কাটাতে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে অনুরোধ করা হতে পারে।

গত রোববার বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সুদের হার কমানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের আমানত ৫০ শতাংশ রাখা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। আর আজকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর জমা রাখা সিআরআর-এর ১ শতাংশ টাকা ব্যাংকগুলো ব্যবহার করতে পারবে। এর ফলে ১০ হাজার কোটি টাকার মতো টাকা বেসরকারি ব্যাংকগুলোর হাতে চলে আসবে। এতে তারল্য সঙ্কট কমে গেলে সুদের হারও কমবে।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের ডেকেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। সেখানে ব্যাংক নিয়ে কোনো বিশেষ বৈঠক হবে না।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর