‌‘পয়লা বৈশাখে ব্যাগ-মুখোশ-ভুভুজেলা রাখা যাবে না’

‌‘পয়লা বৈশাখে ব্যাগ-মুখোশ-ভুভুজেলা রাখা যাবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পয়লা বৈশাখে রমনা বটমূল ও আশপাশ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে থাকবে র‌্যাব সদস্যরা। এসময় ব্যাগ ও ধাতব পদার্থ বহন করা যাবে না। পরা যাবে না মুখোশও।

মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, মুখোশ পরা না গেলেও হাতে প্ল্যাকাড হিসাবে রাখা যাবে। তবে ভুভুজেলা বাজানো যাবে না। এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল ও উন্মুক্ত স্থানে বিকাল পাঁচটার মধ্য। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা সাতটার মধ্য অনুষ্ঠান শেষ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদিন ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটার কোনও আশঙ্কা নেই। সার্বিক নিরাপত্তার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর