বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকবে না: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকবে না: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর ভ্যাট থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়  প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

এর আগে গতকাল রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যে কোনও মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর ভ্যাট বসানো হবে।

ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কীভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।

অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর আজ মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণের পাশাপাশি টিউশন ফির ওপর ভ্যাট আরোপের বিরোধীতা করে আন্দোলনে নামে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরি শিক্ষার্থীরা। তারা রাজধানীর প্রগতি সরণি ও ধানমন্ডির প্রিন্স প্লাজার সামনের সড়ক বন্ধ করে দেয়।

সম্পর্কিত খবর