রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মন্ত্রী

ড. উইন মায়াত আয়ে (ফাইল ছবি)

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন,
মঙ্গলবার দিবাগত রাতে ড. উইন মায়াত ঢাকায় আসেন। বুধবার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবেন তিনি।

 

গতবছরের মাঝামাঝি রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই কোনো মন্ত্রী রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এলেও ক্যাম্প পরিদর্শনে যাননি তিনি।

সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকার পর রাতে ড. উইন মায়াত আয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এরপর রাতেই তার মিয়ানমার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর