বৈসাবি ঘিরে রাঙামাটিতে পর্যটকের ঢল

রাঙামাটির ঝুলন্ত ব্রিজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

বৈসাবি ঘিরে রাঙামাটিতে পর্যটকের ঢল

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি

বৈসাবি উৎসব ঘিরে রাঙামাটিতে নামছে পর্যটকের ঢল। দূর-দুরান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় এখন মুখরিত জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। পর্যটকদের সরব উপস্থিতিতে পাহাড়ে ঘেরা শহরটা যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোও এখন লোকে লোকারণ্য।

জেলার হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বেশ জমজমাট।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শহরের সবকটি আবসিক হোটেল, মোটেল, সরকারি রেস্ট হাউসে লোকজনের ভিড়। কোথাও রুম খালি থাকছে না। লেগে রয়েছে অগ্রিম বুকিংও।

 

news24bd.tv

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈসাবি উৎসব, রাঙামাটির নৈসর্গিক আবেশ আর দর্শনীয় স্থান-নিদর্শনগুলো পর্যটকদের আকর্ষণ কাড়ে সহজেই। তাই প্রতিবছর এ উৎসবকে ঘিরে রাঙামাটিতে পর্যটকদের আগমন বাড়ে বহুগুণ। বৈসাবি আর পর্যটকদের পদচারণায় যেন উৎসবের জোয়ারে ভাসছে পাহাড়ি কন্যা রাঙামাটি।

রাঙামাটি হোটেল মালিক সমিতির সদস্য শফিউল আজম জানান, ২০১৭ সালের ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের ১১মাস পর বৈসাবি উৎসব ঘিরে আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠেছে রাঙামাটি। উৎসবের টানে আসছে পর্যটক। তাদের আগমনে পর্যটন ব্যবসায় মন্দাভাব কাটতে শুরু করেছে।  

বছর শেষে ইট-পাথরের শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসবকে সামনে রেখে হ্রদ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রাঙামাটি আসছে হাজার হাজার পর্যটক। বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজনদের নিয়ে আগত পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতুসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমনের আনন্দ উচ্ছ্বাসে মেতেছে। আবার কেউ প্রকৃতির রূপে হারিয়ে যাচ্ছে।

এ ধারা অব্যাহত থাকলে লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছে পর্যটন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক মো.জালাল উদ্দিন আকবর জানান, রাঙামাটি একটা উৎসবের শহর। এ অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক উৎসবের টানে দূর-দুরান্ত থেকে পর্যকরা আসতে শুরু করেছে। পর্যটন কমপ্লেক্সসহ বিভিন্ন হোটেল মোটেলগুলো বুৃকিং হয়ে গেছে। এছাড়া অগ্রিম বুকিংও চলছে। পর্যকদের সব রকম সেবা দিতে আমরা প্রস্তুত।

মুমু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর