প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিক্রিয়া সকাল ১০ টায়

প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিক্রিয়া সকাল ১০ টায়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা দেয়ার প্রেক্ষিতে আলোচনা করে আজ সকাল ১০টায় সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

গতরাতে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন একথা জানান।

প্রধানমন্ত্রীর ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি আন্দোলনকারীরা। এটাকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন তারা।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারটি মামলা দায়ের হওয়ায় আরো বেশি দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন তারা।

গতকাল বিকেলে সংসদে সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কোটা বাতিলের সিদ্ধান্ত জানান।

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আন্দোলনকারীরা সংস্কারের কথা বললেও বাতিলের ঘোষণা আসায় অনেকেই বলেন এই ঘোষণায় তারা অবাক হয়েছেন।

পুরোপুরি বাতিল না করে তাদের দাবি অনুযায়ী সংস্কার করার পক্ষে মন্তব্য করেন অনেকে।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা পদ্ধতি থাকলেই এ ধরণের আন্দোলন হবে বার বার হবে। প্রতিবন্ধী বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী যারা আছেন তাদেরকে আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। ’

এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক কোন ঘোষণা না জানিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানানোর কথা বললেন আন্দোলনকারীরা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর