শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত

বক্তব্য রাখছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

কোটা সংস্কার

শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা আন্দোলন স্থগিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান আজ সকাল ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে বৈঠক চলছে।

জানা যাচ্ছে, কিছু শর্ত সাপেক্ষে এই আন্দোলন স্থগিতের ঘোষণা আসতে পারে।

রাশেদ খান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আর কিছুক্ষণ পর। ’

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর