গেজেট প্রকাশের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত

গেজেট প্রকাশের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। তিনি জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা ৬ দফা দাবিও পেশ করেন। দাবিগুলো হলো:

♻ প্রধানমন্ত্রীর ঘোষণার গেজেট প্রকাশ করে অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে।  

♻ গ্রেপ্তারকৃত আন্দোলকারী সকল শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।  

♻ আন্দোলনে পুলিশি নির্যাতনে আহত সকল শিক্ষার্থীকে সুচিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে।

 

♻ পুলিশ ও ঢাবি প্রশাসন অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে ৫টি অজ্ঞাতনামা মামলা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে।  

♻ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ও নেতৃবৃন্দকে পরবর্তীতে কোনো রকম হয়রানি করা হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আবার আন্দোলন করা হবে।  

♻ যৌক্তিক দাবিতে সহমত পোষণ করা সকল শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের পরবর্তীতে কোনোভাবেই হয়রানি করা যাবে না।  

সম্পর্কিত খবর