'ওরা আমাকে ছয়মাস ধরে ধর্ষণ করেছে'

'ওরা আমাকে ছয়মাস ধরে ধর্ষণ করেছে'

নিউজ ২৪ ডেস্ক:

২০১৪ সালে বহুল কথিত আইএস জঙ্গি গোষ্ঠীর টার্গেটে পড়ে ইরাকের ইয়াজিদি সম্প্রদায়। আইএস ওই সম্প্রদায়ের পুরুষদের হত্যা করে নারী ও কিশোরীদের ধরে নিয়ে যায়। ইয়াজিদিরা হচ্ছে উত্তর ইরাকের কুর্দিশ সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ।

সম্প্রতি ইয়াজিদিদের উপর আইএসের নির্যাতন ও পাশবিকতার শিকার এখলাস নামের এক কিশোরীর লোমহর্ষক বন্দী জীবনের গল্প নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

যেখানে উঠে এসেছে তার বন্দী জীবন ও পালিয়ে আসার গল্প।

তার নাম এখলাস, ২০১৪ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি আইএসের হাতে বন্দী হন। বেশ কয়েকবার সিনজার পর্বত দিয়ে পালিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু বারবারই ধরা পড়ে আইসের যৌনদাসী হিসেবে ব্যবহৃত হয়েছেন। পালিয়ে আসার আগে প্রায় ৬ মাস পর্যন্ত তাকে ধর্ষণ করা হয়েছে।

 

মুক্তি পেয়ে ওই কিশোরী গণমাধমের মুখোমুখি হন। তুলে ধরেন তার সঙ্গে নির্মম আচরণের নানা ঘটনা। বলেন, 'ওরা খুবই নির্মম। ওরা আমাকে ছয় মাস ধরে ধর্ষণ করেছে। ' সূত্র: বিবিসি